ভারত-বাংলাদেশ সীমান্তে প্রচুর রুপোর গহনা বাইক সহ পাচারকারী গ্রেফতার।

বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের হাকিমপুর চেকপোস্টের ঘটনা। বছর ৩০এর পাপাই গাজী,মোটর বাইকে করে হাকিমপুর চেকপোষ্টে আসলে সেখানে ১১২, নম্বর ব্যাটালিয়নের কর্মরত সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাকে জেরা এবং চেক করতে বাইকের সিটের নিচে থেকে ৫, কেজি ৫০০, গ্রাম রুপার গহনা, যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা। সেগুলো উদ্ধার করে হাতেনাতে পাচারকারীকে গ্রেফতার করে। মোটরসাইকেল থেকে বাজেয়াপ্ত করে সীমান্তরক্ষী বাহিনীর। প্রাথমিক অনুমান রুপার গহনা গুলি বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল, এর সঙ্গে আন্তর্জাতিক কোনো পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। উদ্ধার হওয়ার রুপো গহনাগুলো তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেয়া হয়েছে। ধ্ত পাচারকারী পাপাই কে স্বরূপনগর থানার পুলিশ হাতে তুলে দিয়েছে। ধৃত পাচারকারীকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + nine =