ভারী বৃষ্টিতে পা পিছলে ১২ ফুট গভীর হাই ড্রেনে এক ব্যক্তি,অল্পের জন্য রক্ষা।
হাওড়ার চ্যাটার্জি হাট থানার ড্রেনেজ ক্যানেল রোডের ঘটনা।ভারী বৃষ্টিতে পা পিছলে প্রায় ১০-১২ ফুট গভীর ড্রেনে পরে গেলেন এক ব্যক্তি।ভারী বৃষ্টিতে জলের স্রোত অনেকটাই বেশি।সেই স্রোতেই ব্যক্তি ভেসে যায় কয়েকশো মিটার।তবে অল্পের জন্য রক্ষা পেলেন।ড্রেনের ময়লা আটকানোর জালে আটকে পড়েন তিনি।এরপরেই হাইড্রেনের দু দিক থেকে দমকল কর্মীরা ড্রেনের ভিতর নেমে জীবিত অবস্থায় উদ্ধার করেন গোপাল দে নামের ওই ব্যক্তিকে।প্রায় দু’ঘণ্টা সময় লেগে যায় উদ্ধার করতে। তাকে নিয়ে যাওয়া হয় হাওড়া হাসপাতালে চিকিৎসার জন্য। স্থানীয় লোকজন এবং দমকল কর্মীদের প্রচেষ্টায় প্রাণে বাঁচলো গোপাল দে।হাওড়া চাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে আসে।