ভারী বৃষ্টি এবং ধসের জেরে বিপর্যস্ত নেপাল। রাস্তা থেকে ছিটকে গিয়ে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ল দু’টি যাত্রীবোঝাই বাস। জানা গিয়েছে এদিন এই ঘটনায় দু’টি বাস মিলিয়ে নিখোঁজ হয় ৬৩ জন যাত্রী। নিখোঁজদের মধ্যে রয়েছেন সাত জন ভারতীয়ও। যুদ্ধকালীন ততপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেপালের চিতওয়ান জেলার মদন-আশ্রিত সড়ক ধরে এগোচ্ছিল দু’টি বাস। রাস্তায় হঠাৎ ধস নামে। দু’টি বাস ছিটকে গিয়ে পড়ে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে। ভেসে যান যাত্রীদের প্রায় সকলেই। গত কয়েক দিন ধরেই নেপালের বড় অংশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। রাস্তায় ধস নামার ঘটনাও ঘটেছে।