ভার্চুয়ালী মন্ত্রী হিসেবে শপথ তৃণমূল কংগ্রেসের প্রার্থী রথিন ঘোষের
করোনা সংক্রমণে অসুস্থ হয়ে সবে মাত্র বাড়ি ফিরেছেন মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিজয়ী প্রার্থী রথিন ঘোষ।রবিবার তার মন্ত্রী হিসেবে নাম ঘোষণা। সোমবার অসুস্থ শরীরে বাড়ি থেকেই ভার্চুয়ালী শপথ নিলেন তিনবারের জয়ী প্রার্থী রথিন ঘোষ