ভাস্কর্যে ভরা হুগলির হংসেশ্বরী মন্দির।

হুগলির বাঁশবেড়িয়ার অন্যতম মন্দির হলো হংসেশ্বরী মন্দির।এর পাশ দিয়েই বইছে গঙ্গা। জলের প্রবাহে রয়েছে নানা ভাঙা-গড়ার কাহিনি। ১৭৯৯ সালে বংশবাটীর রাজা নৃসিংহদেব রায় হংসেশ্বরী মন্দির নির্মাণ শুরু করেন তাঁর মায়ের নাম অনুসারে। কিন্তু এই মন্দির নির্মাণের মধ্যেই মৃত্যু হয় তাঁর।পরবর্তীতে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করীদেবী এই মন্দির নির্মাণের কাজ শেষ করেন। শেষে ১৮১৪ সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। মূলত একটি মানুষের মানব দেহতত্ত্বের অনুকরণে এই মন্দির তৈরি করা হয়।মন্দিরের যে কারুকার্য তা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এখানকার অন‍্যতম আকর্ষণ নিমকাঠ দিয়ে তৈরি মাতৃমূর্তি।মন্দিরের উপরে এবং কালীমূর্তির চারপাশে রয়েছে শিবলিঙ্গ।মূল অনুষ্ঠান পালিত হয় ২টি। একটি স্নানযাত্রা অপরটি বার্ষিক কালীপুজো।মা কালির শান্তমূর্তি সারা বছর পূজিত হয় তবে বাৎসরিক কালিপূজোর দিন এক রাতের জন্য মায়ের এলোকেশি রূপের পূজা করা হয় । সারাবছরই মায়ের টানে দুরদুরান্ত থেকে অগণিত ভক্তের সমাগম ঘটে এই মন্দিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =