ভিন রাজ্যে পাচারের আগেই, উদ্ধার তিন শিশু

ভিন রাজ্যে পাচারের আগেই, উদ্ধার তিন শিশু

ভিন রাজ্যে পাচারের আগেই তিন শিশুকে উদ্ধার করল মালদা শহরের রথবাড়ি ফাঁড়ির পুলিশ। বুধবার নিখোঁজ হওয়া শিশুদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হয় রথবাড়ি ফাঁড়ির ওসি সত্যব্রত ভট্টাচার্য্যের উপস্থিতিতে।
জানা গেছে, গাজোলের একটি আবাসিক হোমের তিন শিশু বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। মঙ্গলবার বিকেলে তাদের রথবাড়ি এলাকায় সন্দেহভাজন ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে এরপরই তাদের উদ্ধার করে রথবাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়।
তবে কি কারণে ওই তিন শিশু নিখোঁজ ছিল এবং পিছনেকে বা কারা রয়েছে তা তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে, বুধবার উদ্ধার হওয়া শিশুদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শিশুদের ভিন রাজ্যে পাচার করা হতো বলে পুলিশ জানিয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রথবাড়ি ফাঁড়ির পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − fourteen =