ভিন রাজ্যে রাজমিস্ত্রীর কাজ করতে গিয়ে ১৪ তলা বহুতল বিল্ডিং থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের
মুর্শিদাবাদের ফরাক্কার বাড়ি ওই শ্রমিকের । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত ওই শ্রমিকের নাম ডেনি শেখ(২৪)। বাড়ি ফরাক্কা থানার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর। ভিনরাজ্যে রাজমিস্ত্রী কাজে গিয়ে শ্রমিকের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার।
পরিবার সূত্রে জানাযায়, কয়েক মাস আগে ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েতের অন্তর্গত রামরামপুর এলাকা থেকে রাজমিস্ত্রী কাজ করতে মুম্বাই’য়ের ব্যান্ডরা গিয়েছিলেন যুবক ডেনি শেখ। অন্যান্য দিনের মতো সোমবার রাজমিস্ত্রীর কাজ করছিলেন তিনি। ১৪ তলা একটি বিল্ডিং’য়ের কাজ করার সময় অসাবধানতাবশত হঠাৎ ভাড়া থেকে পরে যায় ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের। বাড়িতে মৃত্যু সংবাদ পৌঁছাতেই কার্যত কান্নায় ভেঙ্গে পরে পরিবার। ইতিমধ্যেই দেহ বাড়ি ফিরিয়ে নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। ভিনরাজ্যে শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকা জুড়েও শোকের ছায়া নেমে এসেছে।
