ভীনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানের এক চা বাগানের শ্রমিক।

ভীনরাজ্যে কাজে গিয়ে নিখোঁজ জলপাইগুড়ির ভান্ডিগুড়ি চা বাগানের এক চা বাগানের শ্রমিক।

জলপাইগুড়ি ভান্ডিগুড়ি চা বাগানের শ্রমিক একটি বেশি টাকা উপার্জনের আশায় বাগান ছেড়ে এক দালালে সাথে বিশাখাপত্তনমে যায় গত ১০তারিখ৷ জানা যায় তার নাম জানা যায় রাজু মুন্ডা, পরিবারের পক্ষথেকে অভিযোগ করা হয়েছে রাজুর সাথে শেষ কথা হয়েছিল ১২তারিখ তার পর থেকে আর রাজুর কোনো খবর পাওয়া যায়নি।পরিবারের আরো অভিযোগ ১৬তারিখে কোতয়ালী থানায় নিখোঁজ ডাইরি করতে এলেও পুলিশের পক্ষথেকে অভিযোগ নেওয়া হয়নি। অবশেষে আজ ফের পরিবার অভিযোগ দায়ের করতে এলে অভিযোগ নেওয়া হয়েছে পুলিশের পক্ষথেকে। রাজু বিশাখাপত্তনমে লেবারের কাজ করতে গিয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে খোঁজ চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 2 =