ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার পুরুষের কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা ছিল। মদনপুর আদর্শ বিদ্যালয় গার্লস এবং মদনপুর আদর্শ বিদ্যালয় বয়েজ ইস্কুলে পরীক্ষা চলছিল সেই সময় নজরদারিতে আসে অন্যের হয়ে দু জন পরীক্ষা দেয় বদরপুর গার্লস হাই স্কুল থেকে অমিত কুমার নামে একজনকে গ্রেপ্তার করে ঐ যুবকটি অনির্বাণ দাস এর হয়ে পরীক্ষা দিচ্ছিল অপরজন বয়েজ স্কুল থেকে ভুয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করে পুলিশ।জানা যায় ভোটার কার্ড এবং এডমিট কার্ড পরীক্ষা করার সময় এডমিট কার্ডের ছবির সঙ্গে মিল না পাওয়াতে পাকড়াও করা হয় অমিত কুমারের বাড়ি বিহারের ঔরঙ্গাবাদ এ। যার হয়ে পরীক্ষা দিচ্ছিল অনির্বাণ দাস নামে ওই যুবককে বাড়ি রানাঘাটে জানা যায় ৫০০০ টাকার বিনিময় সে অন্যের হয়ে পরীক্ষা দিচ্ছিল পুলিশ গ্রেপ্তার করে কল্যাণী মহাকুমার আদালতে তুলেছে।কনস্টেবল পরীক্ষায় নদীয়া জেলা জুড়ে ২৫ জন ভুয়ো পরীক্ষার্থী আটক। রানাঘাট পুলিশ জেলা এবং কৃষ্ণনগর পুলিশ জেলার মিলিয়ে মোট ২৫ জন পরীক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করে পরীক্ষার হলে ঢুকে ছিল কেউ বা ভুয়া নামে কেউ বা ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করেছিল। রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর কনস্টেবল পদে নিয়োগের পরীক্ষা ছিল।