ভুয়ো লটারি সহ গ্রেফতার ৩।

ভুয়ো লটারি সহ গ্রেফতার ৩।

মাধবডিহি থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় বেআইনিভাবে লটারি টিকিট বিক্রি দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আজ মাধবডিহি থানার পুলিশ পহলামপুর ছোটবৈনান ও কাইতি বাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করে। এই তিনজন হলো মানিক বারিক বয়স 45 বছর,পান্না বাগ বয়স 35 বছর এবং তাপস রায় বয়স 24 বছর। জানা গিয়েছে যে, বেআইনিভাবে লটারি টিকিট তৈরি করে বিক্রি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আজ শনিবার মাধবডিহি থানার পুলিশ গোপনে অভিযান চালিয়ে বেশকিছু ঘশা লটারি টিকিট সহ ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। ইতিমধ্যেই এই তিনজন অভিযুক্তকে বর্ধমান আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + eleven =