ভুল চিকিৎসায় শিশু কন্যার মৃত্যু, উত্তেজনা ডায়াগনস্টিক সেন্টারে।
ভুল চিকিৎসায় শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তমলুকের একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারে।ভুল চিকিৎসার অভিযোগ তমলুক শহরের খ্যাতনামা এক চিকিৎসকের বিরুদ্ধে। জানা গেছে, তমলুকের বাসিন্দা ৩ মাস ৬ দিনের একটি শিশুকন্যা জ্বরে আক্রান্ত হয়।ওই চিকিৎসক চিকিৎসা করছিলেন।শিশুটির চিকিৎসাও চলছিল এবং স্বাভাবিক ছিল শিশুটি।হঠাৎ বৃহস্পতিবার ডায়াগনস্টিক সেন্টারে চেকআপের জন্য দেখাতে এলে ডাক্তার শিশুটিকে নিউমোনিয়ার ভ্যাকসিন দেন।এরপর থেকে জ্বর আসে শিশুটির। সন্ধ্যা বেলা শিশুটির নাক থেকে রক্তপাত শুরু হয়। তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন সদ্যজাতকে।এরপরই উত্তেজনা ছড়ায়।বাচ্চাটিকে নিয়ে আসা হয় ডায়াগনস্টিক সেন্টারে।সেখানেই কর্তৃপক্ষকে ঘিরে দফায় দফায় চলছে বিক্ষোভ। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।