ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দপ্তরে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে কাজ করে দেওয়ার হুমকি দিল দুই দুষ্কৃতি।

ভূমি ও ভূমি সংস্কার আধিকারিককে দপ্তরে এসে মাথায় পিস্তল ঠেকিয়ে কাজ করে দেওয়ার হুমকি দিল দুই দুষ্কৃতি।

বোলপুরের কালীমোহনপল্লীতে রয়েছে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। অভিযোগ এদিন বিকেলে দুই দুষ্কৃতি হাতে পিস্তল নিয়ে দপ্তরে চড়াও হয় বলে অভিযোগ। দপ্তরের কর্মীরা জানান, সটান ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক (বি এল এল & আর ও) সঞ্জয় রায়ের কক্ষে ঢুকে যায় দুই দুষ্কৃতি। আধিকারিকে মাথায় পিস্তল ঠেকিয়ে ৩ দিনের মধ্যে কোন একটি জমি রেকর্ড করে দেওয়ার হুমকি দেয় দুষ্কৃতিরা৷ রেকর্ড না হলে, প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বেরিয়ে যায় দুষ্কৃতিরা৷ এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়ায় ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের। খবর পেয়ে বোলপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। পুলিশ আধিকারিকদের বয়ান নিয়ে তদন্ত শুরু করেছে৷ জানা গিয়েছে, ওই দুই দুষ্কৃতি জমি মাফিয়া।বোলপুরে ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সঞ্জয় রায় বলেন, “একটা অপ্রিয়কর ঘটনা ঘটেছে। এই মুহুর্তে বিস্তারিত কিছু বলতে চাইছিনা। পুলিশকে খবর দেওয়ায় পুলিশ এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + seven =