ডোমকল, মুর্শিদাবাদ- ডোমকলের স্পর্শকাতর এলাকা জিৎপুর নতুনপাড়ায় রুট মার্চ করল জেলা পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা শাসক ও জেলা পুলিশ সুপার ওই রুট মার্চে অংশ গ্রহন করেন। সেই সঙ্গে মানুষের মনে নির্বাচন বিষয়ে আতঙ্ক কাটাতে রুটমার্চ করলো কেন্দ্রীয় বাহীনি ও স্থানীয় পুলিশ। মঙ্গলবার দুপুর নাগাদ ওই এলাকার ভোট গ্রহন কেন্দ্রও পরিদর্শন করেন জেলাশাসক সরোদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার শবরী রাজকুমার, ডোমকলের এসডিপিও মহম্মদ ফারুক চৌধুরি সহ অনেকে। জেলা পুলিশ সুপার জানান, নির্বাচন কমিশনের নির্দেশে সন্ত্রাস প্রবন এলাকাগুলি চিহ্নিত করে সেখানে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ দিয়ে রুটমার্চ করানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন এলাকা ঘুরে দেখে মানুষের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্থ করছে। জানা গিয়েছে ২০১৬ সালে বিধানসভার নির্বাচনে সাত সকালে জিতপুর নতুনপাড়ার বুথের লাইনে বোমাবাজীতে মৃত্যু হয়েছিল তহিদুল ইসলাম নামের এক ব্যক্তির। তার পর থেকে প্রতিটা নির্বাচনেই ওই এলাকায় প্রশাসনের পৃথক নজর থাকে। যার ফলে পরের নির্বাচন গুলিতে আর কোনও গন্ডোগোল হয়নি। আসন্ন নির্বাচনেও যাতে কোনও গন্ডোগোল না হয় সেটা দেখার জন্য মঙ্গলবার এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জেলাশাসক ও পুলিশ সুপার। ডোমকলে এরকম ন’টি এলাকাকে উপদ্রুত এলাকা চিহ্নিত করা হয়েছে। যার সবকটি এলাকাতেই রুটমার্চ ও পরিদর্শন করা হবে। ভোটারদের মন থেকে আতঙ্ক দুর করার জন্যই এই উদ্যোগ
Home জেলা