ভোটের প্রচারে এসে এলাকাবাসীর বিক্ষোভের মুখে চাঁপদানীর ২ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী।
চাঁপদানীর ২ নং ওয়ার্ডের তৃণমূলের মনোনীত প্রার্থী রমেশ সাউ। এদিন সকালে ভোটের প্রচারে এসে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন প্রার্থী।এলাকাবাসীর অভিযোগ, ২ নং ওয়ার্ডের জলের অনেক সমস্যা।পরিষ্কার জল সরবরাহ হয় না।তাই এদিন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে সামনে পেয়ে জলের অসুবিধা তুলে ক্ষোভে ফেটে পড়েন।সেই অভিযোগের কথা শুনেই প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলেন,এবার থেকে পিউরিফাইড জল সরবরাহ করা হবে।ভোটের মুখে চাঁপদানীর ২ নং ওয়ার্ডের প্রার্থী রমেশ সাউয়ের এই কথাকে কটাক্ষ করেছেন অনান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ও এলাকার বাসিন্দাদের একাংশ।