ভোটের শুরুতেই অশান্ত ভাটপাড়া।
উপনির্বাচনের মধ্যেই অশান্তির ছায়া পড়ল ভাটপাড়া সেন্ট্রাল স্কুলের সামনে।একাধিক প্রার্থীর এজেন্টদের অভিযোগ, অনেকে ভোটার কার্ড ছাড়াই ভোট দিচ্ছেন। তাদের একাধিকবার নিষেধ করা সত্ত্বেও কর্ণপাত করছেন না কেউ। একাধিক প্রার্থী জানাচ্ছেন, এক ব্যক্তি ৫ টা করে ভোট দিয়ে চলে যাচ্ছেন। এজেন্ট সূত্রে খবর, এখনও পর্যন্ত ২০ টারও বেশি ভুয়ো ভোট পড়েছে। পুলিশ প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছে একাধিক প্রার্থীর এজেন্টরা।