ভোট পরবর্তী হিংসা,উত্তপ্ত মিনাখাঁ।

ভোট পরবর্তী হিংসা,উত্তপ্ত মিনাখাঁ।

ভোট মিটে গেলেও মিটল না অশান্তি।পঞ্চম দফার নির্বাচন শেষ হতেই মিনাখাঁ বিধানসভার প্রার্থী তৃণমূলের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি-বোমা ছোঁড়া হয়।এমনকি গাড়িও ভাঙচুর করে দুষ্কৃতীরা।ঘটনার সূত্রপাত শনিবার রাতে।শনিবার সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে মিনাখাঁ বিধানসভার কুলটি গ্রাম পঞ্চায়েতের পুরনো কামারগাতী ৪০ নম্বর বুথের কাছে।ভোটের সময় ওই এলাকার তৃণমূলের বুথ এজেন্ট আতিয়ার মোল্লার বাড়ি ভাঙচুর করা হয়।ওই বুথ এজেন্টের সাথে দেখা করতেই তার বাড়ি যান মিনাখাঁ ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল ও তৃণমূল নেতা অতনু সরদার। ওই বুথ এজেন্টের বাড়ি দুষ্কৃতীরা ভাঙচুর করে এবং ট্রাক ভাঙচুর করে তাকে মারধর করে বলেও অভিযোগ।তাকে দেখে ফিরে আসার সময় পুরনো কামারগাতী এলাকায় তৃণমূল প্রার্থীর গাড়ি ভেবে দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি ও বোমা চালায়।কোনরকমভাবে ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডল গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মেছো ঘেড়িতে পড়ে গিয়ে প্রাণে বাঁচেন।পাশে থাকা অন্যান্য তৃণমূল নেতারা গাড়ি থেকে পালিয়ে যায়।এই ঘটনার জেরে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী সহ কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।গাড়িটিকে মিনাখাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পাশাপাশি হিঙ্গলগঞ্জ বিধানসভার সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ভেটকি ১২৫ নম্বর বুথে তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়ি রবিবার সকালে বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ।এই দুই ঘটনায় তৃণমূলের অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের দিকে। বিজেপি নেতৃত্ব এই দুই ঘটনা অস্বীকার করেন।তাদের বক্তব‍্য,এটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × four =