ভোট-পরবর্তী হিংসার ঘটনায় বিজেপি কর্মী খুনের অভিযোগ স্বীকার ইলামবাজারের তৃণমূলের বুথ সভাপতির।
উল্লেখ্য বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন গোপালনগরে খুন হয়েছিলেন বিজেপি কর্মী গৌরব সরকার। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পরবর্তীতে মৃত বিজেপি কর্মীর বাবা ইলামবাজার থানায় ২৪ জনের নামে অভিযোগ দায়ের করেছিলেন।পরে এই ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। তিনজন গ্রেপ্তার ও ৭ জন আত্মসমর্পণ করেছিল। ছয়জন জামিনে মুক্তি পেয়েছিল আগেই।রীতিমতো ঢেঁড়া পিটিয়ে ৮ অভিযুক্ত পলাতক নামে নোটিশ দেয় সিবিআই। তারপর এই ৮ জনের মধ্যে ৬ জন আগেই আত্মসমর্পণ করেছিল। ফের বোলপুর আদালতে বাকি দুজন আত্মসমর্পণ করলো। পুলক মন্ডল গোপালনগর গ্রামের তৃণমূলের বুথ সভাপতি ও তৃণমূল সমর্থক কৃপাল ঘোষ । পলাতক অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি পুলক মন্ডলের বক্তব্য, “আত্মসমর্পণ করছি , সিবিআই নোটিশ দিয়েছিল। এতদিন ভয়ে গা ঢাকা নিয়েছিলাম।আমরা নির্দোষ , বিজেপি চক্রান্ত করে নাম গুলো দিয়েছে।”
