ভোট-পরবর্তী হিংসা, আবারও উত্তপ্ত ভাঙড়

ভোট-পরবর্তী হিংসা, আবারও উত্তপ্ত ভাঙড়।

ষষ্ঠ দফা নির্বাচন শেষ।কিন্তু মিটছে না অশান্তি।ফের উত্তপ্ত ভাঙড়।মূলত এলাকা দখলকে কেন্দ্র করে আইএসএফ- তৃণমূলের মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ভাঙড়ের বারজুলি এলাকার ঘটনা।ঘটনায় উভয় পক্ষের ৩জন আহত হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আইএসএফ কর্মীদের দাবি, ভোটের পর থেকেই তৃণমূল কর্মীরা এলাকায় তাদের ভয় দেখিয়ে আসছে।এলাকায় আইএসএফ করা যাবে না বলে হুমকিও দিয়ে আসছিল। বৃহস্পতিবার রাতে যখন আইএসএফ কর্মীরা বাড়ি ফিরছিল সেই সময় তৃণমূল কর্মীরা সাইফুদ্দিন মোল্লা ও আশান মোল্লার ওপর হামলা চালায়। আইএসএফ কর্মীদের বেধড়ক মারধরও করা হয়। আহত অবস্থায় তাদেরকে নলমুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। অন্যদিকে, তৃণমূল কর্মীদের দাবি, ভোটের পর থেকেই আইএসএফ কর্মীরা এলাকায় সন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে।রাতের অন্ধকারে মারুফ মোল্লা নামের তৃণমূল কর্মী যখন বাড়ি ফিরছিল তাকে একা পেয়ে বেধড়ক মারধর করে আইএসএফ কর্মীরা।অন্য তৃণমূল কর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে ভর্তি করে।খবর পেয়ে ভাঙড় থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।ইতিমধ‍্যে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × one =