ভ্যাকসিন দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে খড়গপুরে গ্রেফতার ২।
ভ্যাকসিন না দিয়েই টাকা তোলার অভিযোগ উঠল এক ডায়াগনস্টিক সেন্টারের মালিক সহ দুজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের মালঞ্চ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, খড়গপুর শহরের মালঞ্চ এলাকার বেসরকারি ওই ডায়াগনস্টিক সেন্টারটি করোনা ভ্যাকসিন দেওয়ার নাম করে ব্যক্তি পিছু ১১৫০ টাকা করে তুলছিল।সোমবার ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছিল ওই সেন্টারটি। অভিযোগ পাওয়ার পরই রবিবার বিকেলের পর পুলিশ নিয়ে অভিযান চালায় জেলা স্বাস্থ্য দপ্তর ও মহকুমা শাসক।এই অভিযানে পুলিশ ওই সেন্টারের মালিক সহ ২ জনকে আটক করেছে।পরে জেলা স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করেছে পুলিশ।খড়গপুর শহরের মালঞ্চ এলাকার ওই ডায়াগনস্টিক সেন্টারটি ভ্যাকসিন দেওয়ার নামে এভাবে টাকা তুলছে বলে অভিযোগ আসে মহকুমা শাসক আজমল হোসেনের কাছে।জেলায় এখনও বেসরকারি ক্ষেত্রে এভাবে ভ্যাকসিন দেওয়া শুরু না হওয়ায় সন্দেহ হয় মহকুমা শাসকের।পরে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে পুলিশে অভিযোগ জানাতেই তদন্তে প্রকাশ্যে আসে টাকা তোলার বিষয়টি।টাকা নেওয়ার রসিদও সংগ্রহ করেছে পুলিশ।খড়গপুরের মহকুমা শাসক আজমল হোসেন বলেন, সরকারের অনুমোদন ছাড়াই এই ডায়াগনস্টিক সেন্টারটি করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য ১১৫০ টাকা করে নিচ্ছিল।