ভয়াবহ অগ্নিকান্ড হাওড়ার ডোমজুড়ে,ভস্মীভূত কয়েকটি কারখানা সহ গোডাউন।ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আগুন।
ডোমজুড়ের নারনা বটতলায় আজ ভোররাতে একটি কারখানায় ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুনে ভস্মীভূত হয়ে যায় প্লাস্টিকের বস্তা কারখানা।দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি আরও কয়েকটি কারখানা ও গোডাউনে। দমকল সূত্রে জানা গেছে, ভোররাতে লাগে ওই আগুন। প্রায় ২০ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রনে এসেছে। এখানে অগ্নিনির্বাপণ কোনও ব্যবস্থাই ছিলনা বলে অভিযোগ।তবে,কি কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখা হবে। হাওড়া ফায়ার স্টেশনের ওসি ভবানী প্রসাদ দুবে জানান, এখানে বিভিন্ন প্রকারের ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং ইউনিট ছিল। প্লাস্টিক পাইপ কারখানা থেকে শুরু করে এমব্রয়ডারি কারখানা, জুট, ছাঁট কাপড়ের গোডাউন, চানাচুর সহ বিভিন্ন ইউনিট ছিল।প্রায় ২০ হাজার স্কোয়ার ফুট এলাকা জুড়ে ১০-১২টি কারখানা এখানে ছিল। আগুন ভয়াবহ আকার নিলেও দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।