ভয়াবহ গঙ্গা ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল সাতটি বাড়ি।

ভয়াবহ গঙ্গা ভাঙনে নদীগর্ভে তলিয়ে গেল সাতটি বাড়ি।

ফের ভয়াবহ গঙ্গা ভাঙ্গন।কনকনে শীতের দিনে ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ল সামসেরগঞ্জের নিমতিতা গ্রামপঞ্চায়েতের কামালপুর গ্রামের প্রায় ৫০ টি পরিবার।অবিলম্বে গঙ্গার বাঁধ মেরামতের পাশাপাশি পুনর্বাসনের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। শীতের মরসুমে যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে এলাকায় কার্যত আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।গত বছরের ১৪ ই আগস্ট থেকে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে মুর্শিদাবাদের সামসেরগঞ্জের ধানঘরা, হিরানন্দপুর, ধুসরীপাড়া ও শিবপুর এলাকা।গঙ্গার ভাঙনে তলিয়ে যায় প্রায় কয়েকশো পরিবার। তলিয়ে যায় কয়েকশো বিঘা কৃষি জমি, আমবাগান।তলিয়ে যায় বিএসএফ চৌকিও। জমি দেওয়ার জন্য প্রশাসন তৎপরতা চালালেও এখনও পাননি জমি।তারই মাঝে এবার শুখা মরসুমে পার্শ্ববর্তী গ্রাম কামালপুরে শুরু হয়েছে ভাঙন।চরম উদ্বেগ এলাকায়।কনকনে ঠান্ডায় গঙ্গার ধারে ত্রিপল খাঁটিয়ে কোনরকমে থাকছেন তারা।যদিও ভাঙনের খবর পেয়ে বুধবার রাতেই ভাঙন কবলিত এলাকায় ছুটে যান সামসেরগঞ্জের বিডিও শ্রী কৃষ্ণ চন্দ্র মুন্ডা। তিনি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ ও ভাঙন প্রতিরোধ দপ্তরেও জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − fifteen =