ভয়াবহ পথ দুর্ঘটনা কোচবিহারে, মৃত ৪, আহত একাধিক

কোচবিহারের জেলার তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ৩১ নম্বর জাতীয় সড়কের উপর মারুগঞ্জ পাকুরহাট বাজারে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৪ জন যদিও নিহতদের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আর তাতেই মৃত্যু হয় বেশ কয়েকজনের বলে সূত্রের খবর। বেশ কয়েক জন গুরুতর আহত বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে দমকল ও তুফানগঞ্জ থানার পুলিশ। ব্যাপক উত্তেজনা এলাকায়। বন্ধ রয়েছে জাতীয় সড়কে যান চলাচল। কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ন মেডিকেল কলেজে এই মুহূর্তে দুটি মৃতদেহ রয়েছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো শনাক্ত করা হয়নি। সূত্র মারফত জানা গেছে এক ব্যক্তির নাম ক্ষিতিস বর্মন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − two =