মকর সংক্রান্তির পুণ‍্যতিথিতে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থী।

মকর সংক্রান্তির পুণ‍্যতিথিতে গঙ্গাসাগরে লক্ষাধিক পুণ্যার্থী।

করোনা আবহের মধ‍্যেই গঙ্গাসাগরে স্নান সারলেন লক্ষাধিক পুণ‍্যার্থী। তবে এ বছর ভিন রাজ্য থেকে আসা পুণ্যার্থীদের তুলনায় এ রাজ্যের পুণ্যার্থী সংখ্যা ছিল অনেকটাই বেশি। এই করোনা আবহের মধ্যে পুণ্যার্থীরা যাতে সুষ্ঠুভাবে স্নান করতে পারেন তার জন্য প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।একসঙ্গে বহু মানুষের ভিড় টার্গেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়েছে।সাগরে স্নান করতে গিয়ে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তার জন্য ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে স্পিডবোটে টহলদারির ব‍্যবস্থাও করা হয়েছে। এছাড়াও ড্রোন ও হেলিকপ্টারের মাধ্যমে আকাশপথেও নজরদারি চালানো হয়েছে।এই করোনা আবহেই পুণ‍্য লোভাতুর মানুষ গঙ্গাসাগরে ডুব দিয়ে কপিল মুনির আশ্রমে পুজো দিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 13 =