পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের বটতলা থেকে শিমুলিয়া চটি পর্যন্ত দীর্ঘ ৮কিলোমিটার রাস্তার বেহাল দশা অবিলম্বে সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয় মানুষজন।
গোটা রাস্তায় খানাখন্দে ভরা। বারবার ঘটছে পথদুর্ঘটনা।
অতিরিক্ত পণ্যবাহী গাড়ি যাওয়ার জন্য এই ঘটনা বলে স্থানীয়দের দাবি।
মঙ্গলকোটের চারটি অঞ্চল যেমন নিগন ,ক্ষীরগ্রাম , কৈচর ও কৈচর ২এই সমস্ত অঞ্চলের মানুষজনদের কে মঙ্গলকোট ব্লক, থানা ও হাসপাতাল আসতে হয় এই রাস্তাটি দিয়ে।চরম সমস্যা দেখা দিচ্ছে রাস্তাটি খারাপের জন্য। স্থানীয় বাসিন্দা শেখ রবিউল জানান,দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে আমাদের এই রাস্তাটি অবিলম্বে সংস্কার করতে হবে মাঝেমধ্যেই ঘটছে পথদুর্ঘটনা অতিরিক্ত পণ্যবাহী গাড়ি যাওয়ার জন্য রাস্তার এই অবস্থা। আমি প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি অবিলম্বে এই রাস্তার দিকে মেরামত করা হোক।
Home জেলা