মঙ্গলকোটের বাজে জয়পুর গ্রামে শ্রাদ্ধ বাড়ির ভোজ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত ৪০।
এদের বেশ কিছু জনকে পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও মঙ্গলকোট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। ঘটনায় ইতিমধ্যে রওনা দিয়েছে মেডিকেল টিম।পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের চানক গ্রাম পঞ্চায়েতের বাজে জয়পুর গ্রামে এদিন একটি শ্রাদ্ধ বাড়ির ভোজ খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হলেন প্রায় ৪০ জন।স্থানীয় সূত্রে জানা যায়, জগদীপ মিদ্দার বাড়িতে এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি ছিল।গ্রামের শতাধিক মানুষ ভোজ খেতে যান তার বাড়িতে। এরপর বিকালবেলা থেকে শুরু হয় নিমন্ত্রণ রক্ষাকারীদের বমি,পেটের সমস্যা।কিছু মানুষ গুসকরায় ভর্তি হন, কিছু মানুষ আছেন মঙ্গলকোট ব্লক হসপিটালে।বেশ কয়েকজনের অবস্থার অবনতি ঘটলে তাদের পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজে।এই ঘটনায় মঙ্গলকোটের বাজে জয়পুর গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বর্তমানে মঙ্গলকোট হসপিটালে ভর্তি রয়েছে আমন মিদ্দা, অজয় মিদ্দা, রাখি মিদ্দা।
এ বিষয়ে মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জুলফিকার আলী জানান যে, “আমি খবর পাওয়ার সাথে সাথেই মেডিকেল টিম পাঠিয়েছি গ্রামে। যে সমস্ত ব্যক্তি ভর্তি রয়েছেন তাদের দ্রুত চিকিৎসা শুরু হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্নার সময় কোন কারণে বিষক্রিয়া ঘটে যাওয়ায় এতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়েছে।”