মঙ্গলবার রাত্রে দুঃসাহসি চুরি
সুতি থানার মানিকপুর এলাকায় মঙ্গলবার রাত্রে দুঃসাহসি চুরির ঘটনা ঘটে, জানা গিয়েছে পরিবারের লোকজন বাড়ি থেকে ১০ কিমি দুরে রমাকান্তপুর মেলায় যায় মঙ্গলবার, বুধবার রাত্রে বাড়িতে এসে দেখে বাড়ি দুটি দরজার তালা ভাঙা আলমারি থেকে সমস্ত জিনিস পত্র এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, বেশ কয়েকটি বাস্ক ভাঙা অবস্থায় পড়ে রয়েছে মেঝেতে, তালা ভেঙে চুরি করেছে দোকান সহ বাড়ি থেকে প্রায় ৩ লক্ষ টাকা ৩ ভরি সোনার জিনিস পত্র সজ কাঁসার বালতি। আর এই ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনা স্থলে সুতি থানার পুলিশ এলে পুরো ঘটনা ক্ষতিয়ে দেখছে এবং তদন্ত শুরু করেছে।
