আহতদের নাম সুজয় দাস (২২)। তার বাড়ি ডোমকলের ভাতশালা দাসপাড়া গ্রামে। অপরজন সামিম সেখ (১৮)। তার বাড়ি ডোমকলের গোবিন্দপুর গ্রামে। ঘটনার পর তড়িঘড়ি উদ্ধার করে পাঠায় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে। স্থানীয় সূত্রে জানাযায়, গোবিন্দপুর এলাকা থেকে ডোমকলের উদ্দেশ্যে বাইকে চেপে রওনা দেই দুই যুবক। পশুহাট এলাকা আসতেই বিপরীতগামি এক লসিমন ভ্যান চালককে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় ছিটকে পড়ে রাস্তার উপর। গুরুতর জখম হয় ঐ দুই যুবক। ঘটনার পর দূর্ঘটনার আওয়াজ শুনে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয়রা। তড়িঘড়ি পাঠানো হয় ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে। সেখান থেকে শারিরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের মধ্যে সুজয় দাসকে পাঠানো হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্থানীয় সূত্রে জানাগেছে, বাইকের তীব্র গতি এবং হেলমেট না থাকার ফলেই দূর্ঘটনায় গুরতরভাবে চোট পেয়েছে। ঘটনার পর ঘটনাস্থলে পৌছায় পুলিশ। ঘটনাস্থল থেকে বাইক ঐ লসিমন ভ্যানটিকে উদ্ধার করে। তবে কিভাবে ঘটল ঘটনা তা খতিয়ে দেখছে ডোমকল থানার পুলিশ।