জানাযায়, ২০ বছর আগে শ্রীকৃষ্ণ পুর এলাকার বঙ্কিম মন্ডলের সাথে বিয়ে হয় ডোমকলের বর্তনাবাদের মেরিনার সাথে। তারপর বছর দুয়েক সংসার ঠিক চললেও মেরিনাকে ছেড়ে দ্বিতীয় বিবাহ করেন বঙ্কিম। তারপরেই অশান্তির সৃষ্টি হয় পরিবারে। শেষ পর্যন্ত মেরিনাকে শারিরিক নির্যাতন করত বলে অভিযোগ। পরে বাবার বাড়ি বিষয়টি জানানো হলে বাবার বাড়ির লোকজন শালিসি সভা বসিয়ে মিটিয়ে নেওয়া হয়। তাদের তিন সন্তানও আছে বলে জানা যায় । দুই ছেলে এবং এক মেয়ে। মেয়ের বিয়ে দেওয়া হলেও অশান্তি কিন্তু কমেনি। মঙ্গলবার বাড়ির কাজ শেষ করে ছাগল নিয়ে মাঠের দিকে যায় গৃহবধূ মেরিনা। তারপরেই অন্য ব্যাক্তির সাথে সাইকেলে ঘুরে বেড়ানোর দোষারপ চাপায়। ঐ অভিযোগেই সন্ধেই ঘরে ঢুকে শ্বাশরোধ করে খুন করে বলে অভিযোগ। ঐ খবর মৃতের বাবার বাড়ির পরিবারের কানে পৌছাতেই ছুটে গিয়ে দেহ উদ্ধার করে ডোমকল সুপার ষ্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। খুনের অভিযোগের তীর স্বামী বঙ্কিম মন্ডল, শ্বশুর আলি হোসেন এবং শ্বাশুড়ি সাহেদা বিবির বিরুদ্ধে। ইতি মধ্যেই ঐ ঘটনায় স্বামী বঙ্কিম মন্ডলকে আটক করেছে পুলিশ। ঘটনার পর হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।