মঙ্গলেই খুলছে স্কুল, সমস্যায় স্কুলে আশ্রয় নেওয়া বহু পরিবার।
দীর্ঘ প্রায় কুড়ি মাস পর রাজ্য সরকারের ঘোষণা মতো মঙ্গলবার থেকে খুলছে স্কুল। আর এর ফলে চিন্তায় ঘুম উড়েছে স্কুলে আশ্রয় নেওয়া বাসিন্দাদের।স্কুলে চলছে রিপেয়ারিং ও রংয়ের কাজ।
স্কুল খোলার তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পৌরসভার ৭,৮ ও ১৫ নম্বর ওয়ার্ডের জলমগ্ন এলাকার বাসিন্দারা ঠাঁই নিয়েছিলেন স্কুলে।এবার চিন্তা তাদের কপালে।দীর্ঘদিন ধরে জলমগ্ন হওয়ার কারণে ঘর ছাড়া হয়ে রয়েছেন ওই এলাকার কিছু বাসিন্দা।কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মত ১৬ ই নভেম্বর থেকে স্কুল খুলে দেওয়া হচ্ছে।তাই চিন্তা বাড়ছে স্কুলে আশ্রয়কারীদের। এমন অবস্থায় আর কিছুদিন স্কুলে থাকতে চাইছেন জলমগ্ন এলাকার বাসিন্দারা। তাদের দাবি, সরকার তাদের কথা ভেবে আর কিছুদিন স্কুলে থাকার অনুমতি দিক। যদিও স্কুল কর্তৃপক্ষ এদিন জানায়, স্কুলে পর্যাপ্ত জায়গা রয়েছে। এছাড়াও পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল বন্ধ।সেই কারণেই অনেক ঘর পড়েই থাকবে।জলমগ্ন এলাকার বাসিন্দারা সেই ঘরগুলির মধ্যেই আপাতত থাকবেন। যদিও প্রায় দুমাস জলমগ্ন এলাকার বাসিন্দারা স্কুলেই রয়েছেন।এ নিয়ে প্রশাসনের তরফ থেকে অতি শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক করে তাদের ঘরে ফেরানোর আশ্বাস দেওয়া হয়েছে।স্কুল কর্তৃপক্ষ আরো জানিয়েছেন,একসঙ্গে ভিড় যাতে না হয় সেই কারণে নবম ও দশম শ্রেণির ছাত্ররা সকাল সাড়ে নটার মধ্যে প্রবেশ করবেন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা সকাল সাড়ে দশটার মধ্যে প্রবেশ করবেন।ফলে কোন রকম সমস্যা হবে না।
