মতামত ছাড়াই ব্যস্ততম বাজারে ওয়ান-ওয়ে চালু করে দেওয়ার বিক্ষোভ বহরমপুরের সোনাপট্টির ব্যাবসায়ীদের 

মতামত ছাড়াই ব্যস্ততম বাজারে ওয়ান-ওয়ে চালু করে দেওয়ার বিক্ষোভ বহরমপুরের সোনাপট্টির ব্যাবসায়ীদের

শনিবার ওই বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ সহ ট্রাফিক সার্জেনরা । ব্যবসায়ীদের অভিযোগ, গত পয়লা এপ্রিল বহরমপুর কল্পনা মোড় থেকে খাগড়া চৌরাস্তা পর্যন্ত ওয়ান ওয়ে চালু করে ট্রাফিক পুলিশ। ব্যবসায়ীদের মতামত নিয়েই ওই সিদ্ধান্ত নেওয়া হয় ।কিন্তু দুদিন ধরে দেখা যাচ্ছে হঠাৎ করে খাগড়া চৌরাস্তা থেকে সোনাপট্টি পর্যন্ত ওয়ান ওয়ে করে দিয়েছে ট্রাফিক পুলিশ। মোটরসাইকেল এবং সাইকেল ঢুকতে দেয়া হচ্ছেনা ব্যস্ততম সোনাপট্টি বাজারে ।যে সোনাপট্টি বাজারে কোটি কোটি টাকার সোনার ব্যবসা হয়। ফলে ক্রেতারা সহ দোকানের কর্মচারীরা ওই রাস্তা দিয়ে আসতে পারছেন না। কেননা সকাল ৯ টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকেল ৪ থেকে রাত্রি ৮ পর্যন্ত one-way করা রয়েছে ওই রাস্তায়। চৌরাস্তা থেকে সোনাপট্টি পর্যন্ত ওই রাস্তার ওয়ান ওয়ে মেনে নিচ্ছেন না ব্যবসায়ীরা। শুক্রবার বিক্ষোভের কারণে ছুটে আসেন বহরমপুর পুরসভার স্থানীয় তৃণমূল কাউন্সিলর। পুলিশের সঙ্গে কথা বলে ব্যবসায়ীদের সুবিধার্থে কিভাবে রাস্তায় যানজট কমানো যায় সেই চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানাচ্ছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অজয় রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 − one =