মতুয়া ভক্তরা রেল অবরোধ করল হাবরা স্টেশনে।

মতুয়া ভক্ত দের উপর আক্রমণের প্রতিবাদে আজ সকাল ন’টা নাগাদ হাবরা স্টেশনে রেল অবরোধ করে ভক্তরা। মতুয়া ভক্তদের অভিযোগ ঠাকুর বাড়িতে যাবার সময় গত ২৯ তারিখ তাদের উপর আক্রমন করে বারাসাতের একদল লোক। তার প্রতিবাদে এই অবরোধ। জানা গেছে ঠাকুরনগর গামী মতুয়াদের গাড়ি আটকে মারধরের অভিযোগ আহত ২ , শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয় মতুয়ারা । ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে ঘোষণা করেন শান্তনু ঠাকুর। মতুয়া দলের প্রতিনিধিদের অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া নরেন্দ্রপুর থেকে ২৯ তারিখ রাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে বাসে করে রওনা হয় মতুয়া দল । গভীর রাতে বারাসাত কাজীপাড়া এলাকায় কিছু যুবক ওই বাস আটকায় । মহিলাদের উদ্দেশ্যে কটুক্তি করতে থাকে । প্রতিবাদ করতে গেলে সুমন হালদার ও দলপতি বিধান হালদারকে গাড়ি থেকে নামিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ । সুমন হালদার গুরুতর আহত হয়ে কলকাতাতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ও দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । মতুয়া দলের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয় । শান্তনু ঠাকুরের বক্তব্য ওই এলাকায় এর আগেও দুষ্কৃতী মূলক কাজ কর্ম চললেও পুলিশ ব্যবস্থা নেয় না । ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে । তার জন্য দায়ী থাকবে প্রশাসন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =