স্বামীর মদ্যপান করার প্রতিবাদ করায় স্ত্রীর হাত কেটে দিল মদ্যপ স্বামী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ব্লকের নীরেঞ্জনপাঠ এলাকায়।জানা গিয়েছে, ঐ মহিলা তার মেয়ের বাড়ি গিয়েছিলেন। এদিন রাতে স্ত্রীর অনুপস্থিতে বাড়িতে মদ্যপানের আসর বসায় নিরেঞ্জনপাঠ এলাকায় বাসিন্দা পেশায় কবিরাজ রনজিৎ রায়। স্ত্রী বাড়িতে এসে মদ্যপান করার প্রতিবাদ করায় প্রথমে দুজনের মধ্যে বচসা বেঁধে যায়। অভিযোগ,এর পর আচমকাই দা দিয়ে স্ত্রীর হাতে কোপ মারে মদ্যপ স্বামী। এরপর ওই মহিলার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে।গুরতর আহত অবস্থায় স্ত্রী গৌরি রায়কে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে হাসপাতালে আসে ধূপগুড়ি থানার পুলিশ। চিকিৎসার পর ওই মহিলা স্বামীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন বলে পুলিশ সুত্রে খবর।
Home জেলা
