মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নেবে জলে তলিয়ে গেল এক যুবক।

মদ্যপ অবস্থায় গঙ্গায় স্নান করতে নেবে জলে তলিয়ে গেল এক যুবক।

মদ্যপ অবস্থায় তিন বন্ধু একসাথে গঙ্গায় স্নান করতে নেবে জলে তলিয়ে গেল এক বন্ধু, ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, মঙ্গলবার বেলা দুটো ত্রিশ নাগাদ শান্তিপুর থানা এলাকার প্রমোদনগর থেকে বাপ্পা বসাক নামে এক যুবক দুই বন্ধুকে সাথে নিয়ে একটি বাইকে করে শান্তিপুর বড়বাজার গঙ্গার ঘাটে স্নান করতে আসে। স্নান করতে করতেই হঠাৎই বাপ্পা বসাক নামে ওই যুবক জলে তলিয়ে যায়। অন্য বন্ধু বাঁচাতে গেলে সেও জলে খাবি খায়, যদিও কোনরকমে ওই বন্ধু প্রাণে বেঁচে ডাঙায় উঠে। যদিও বাপ্পা বসাক জলে তলিয়ে যাওয়ার পরেই প্রাথমিকভাবে খোঁজাখুঁজি শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ, এরপর ওই যুবকের দেহ খোঁজার জন্য তল্লাশি চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিবারের লোকজন এসে ওই যুবকের দেহ খোঁজার জন্য চেষ্টা চালায়। মাত্র ঘন্টা দুয়েকের মধ্যেই উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। স্বভাবতই এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ওই যুবকের পরিবার, এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানাই ওই যুবক যদি মদ্যপ অবস্থায় গঙ্গা জলে স্নান করতে না নাম তো তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 7 =