ঘটনাটি ঘটেছে বুধবার রাত্রি ন’টা নাগাদ মালদহের মানিকচক থানার মথুরাপুর কর্মটোলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত হওয়া ওই গৃহবধুর নাম মল্লিকা মন্ডল(৩০), জানা গেছে এদিন রাতে স্বামী নেশা করে আসাই প্রতিবাদ করেছিলেন স্ত্রী। স্বামী সহ্য করতে না পারায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে পেটে আঘাত করে বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় পরিবারের অন্যান্য সদস্যরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে স্বামীর হাতে স্ত্রী আক্রান্ত হওয়ার ঘটনা রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট জুড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − thirteen =