মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় অন্ডকোষ কামড়িয়ে গুরুতর জখম করার অভিযোগ
মদ খেয়ে গালিগালাজ করার প্রতিবাদ করায় অন্ডকোষ কামড়িয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার অন্তর্গত পায়রাডাঙ্গা বেলঘড়িয়া এলাকার। অভিযুক্ত লিটন সিংহ নামে ওই যুবক প্রায় প্রতিদিনই বিভিন্ন রকম মাদকদ্রব্য সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে তান্ডব ও গালিগালাজ করতো বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা পেশায় দিনমজুর নির্মল রায় প্রতিবাদ করলে তাকেও গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে বলে জানান তার স্ত্রী অনিমা রায়। শুধু তাই নয় অভিযুক্ত ওই যুবক তার স্বামীকে শরীরের একাধিক জায়গায় কামড়িয়ে ক্ষতবিক্ষত করে এবং স্বামীর অন্ডকোষে কামড় দিয়ে গুরুতর জখম করে বলে জানান অনিলা দেবী। স্বাভাবিকভাবেই এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। যখম হওয়ার পর তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার স্বামী রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত ওই যুবকের নামে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার। অভিযোগের ভিত্তিতে সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।