মধ্যমগ্রামের রাস্তায় ঢ্যাঁড়া পিটিয়ে CPI(M)এর প্রচার।
তৃণমূলের সবাই চোর,রবিবার সকালে এই অভিনব কর্মসূচি নেয় CPI(M)।গতকাল পার্থ চট্টোপাধ্যায় মধ্যমগ্রামের একটি সোনার দোকানে তার বান্ধবিকে নিয়ে সোনার অলঙ্কার কেনার ছবি সামনে আসে,যদিও সেই ছবিতে যাকে অর্পিতা বলে দাবি করা হচ্ছে তার কোন প্রমাণ পাওয়া যায়নি,তবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেছে।এরপরেই মধ্যমগ্রাম CPI(M) এড়িয়া কমিটি উদ্যোগে ঢ্যাঁড়া পিটিয়ে মধ্যমগ্রামবাসীকে জানান দেওয়ার জন্য এই কর্মসূচি নেওয়া হয়।মধ্যমগ্রাম সোদপুর রোড ধরে এই মিছিল ঘুরে মধ্যমগ্রাম গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়।CPI(M) নেতৃত্বে দাবি এই ঘটনায় মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রীও যুক্ত আছে,তৃণমূলের সর্বস্তরের উচ্চ নেতৃত্ব এই দুর্নীতির সাথে যুক্ত।তাই যারা যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তোলে এই মিছিল থেকে।