মধ্যমগ্রাম কোভিড কেয়ার কিচেন,১৪ তম দিনে পদার্পণ।

মধ্যমগ্রাম কোভিড কেয়ার কিচেন,১৪ তম দিনে পদার্পণ।

করোনা আবহে সাধারণ মানুষের পাশে এগিয়ে এসেছে সাধারণ মানুষ।বিভিন্ন সংস্থা থেকে শুরু করে কিছু মানুষ নিজেদের উদ্যোগেই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে কখনো বা মুখে তুলে দিয়েছেন খাবার,কখনো বা বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন শাকসবজি থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র।এমনই এক দল মধ্যমগ্রামের কোভিড কেয়ার কিচেন।সোমবার ১৪ তম দিনে পদার্পণ করল।সংখ্যাটা ৮০-৯০ জন নিয়ে শুরু করলেও আজ সেই সংখ্যা প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে।দুবেলা বিনা মূল্যে কোভিড আক্রান্ত পরিবারের কাছে খাবার পৌঁছে দিচ্ছে। স্বাস্থ্য বিধি মেনে পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে।গত ১৮ ই মে কয়েকজন বন্ধুরা মিলে শুরু করেছিল এই লড়াই,যাদের মধ্যে কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী।নিজেদের অর্থে মানুষের সেবায় নেমে পড়েছিল।তবে ১৪ তম দিনে এসে এক এক করে অনেকেই এগিয়ে এসেছেন।সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।তবে দুঃখের বিষয় যার রেষ্টুরেন্টে এই সম্পূর্ণ প্রক্রিয়াটা চলছে,তিনি এখন হাসপাতালের বেডে শুয়ে খোঁজখবর চালাচ্ছেন।এই কর্মকাণ্ড চালু হওয়ার পরের দিনই মধ্যমগ্রাম কোভিড কেয়ার কিচেনের অন্যতম সদস্য দেবাশীষ সন্যাসী হৃদরোগে আক্রান্ত হন।বর্তমানে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে।সকাল থেকে রান্না শুরু হয়। দুপুর ১২টার পর প্যাকেট করে আক্রান্ত পরিবারের ঠিকানায় পৌঁছে যায় সেই খাবার।আবারও রান্না শুরু হয়ে যায় রাতে খাবারের জন্য।মেনুতে মাছ, মাংস,ডিম,সোয়াবিন সবই আছে।লকডাউন বেড়েছেআরো ১৫ দিন।মধ্যমগ্রাম কোভিড কেয়ার কিচেনও চলবে লকডাউন শেষ পর্যন্ত।সকল আক্রান্ত পরিবারের এবং মধ্যমগ্রামের গর্বের আর এক নাম মধ্যমগ্রাম কোভিড কেয়ার কিচেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =