মধ‍্যমগ্রামে আসছেন মুখ্যমন্ত্রী,তার আগে মধ্যমগ্রাম পৌরসভা চত্ত্বর ঘুরে দেখলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

মধ‍্যমগ্রামে আসছেন মুখ্যমন্ত্রী,তার আগে মধ্যমগ্রাম পৌরসভা চত্ত্বর ঘুরে দেখলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

১৭ ই নভেম্বর বুধবার মধ্যমগ্রাম পৌরসভার নজরুল শতবার্ষিকী সদনে প্রশাসনিক বৈঠক সারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।কোভিড পরিস্থিতির কারণে কিছুটা বৈঠকের আলোচনা ভার্চুয়ালি হবে বলে জানা যায়।গত কয়েকদিন ধরেই মধ্যমগ্রাম চৌমাথা পৌরসভা সংলগ্ন এলাকা সেজে উঠেছে।সেই সব কিছু খতিয়ে দেখতে মঙ্গলবার রাতে পৌরসভার সামনে হাজির মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।পায়ে হেঁটেই গোটা চত্ত্বর ঘুরে দেখলেন।যেখানে মনে হয়ে কিছু পরিবর্তন করা দরকার তাও উপদেশ দিলেন।মন্ত্রীর সাথে এইদিন রাতে উপস্থিত ছিলেন মধ্যমগ্রামের পৌর প্রশাসক নিমাই ঘোষ,তৃণমূল কংগ্রেসের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি অশনি মুখার্জি,মধ্যমগ্রাম টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ব্যানার্জি,বারাসত ব্লক ১ পঞ্চায়েত সমিতির সভাপতি আরসাদ উদ জামান সহ অন্যান্যরা।বেশ কিছুসময় মন্ত্রী ছিলেন মধ্যমগ্রাম পৌরসভা চত্বরে।বুধবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যেন কোনরকম সমস্যা না হয় এবং কেমন সেজে উঠলো মধ্যমগ্রাম পৌরসভা চত্ত্বর, মূলত সেই কারণেই মঙ্গলবার রাতে আসেন ম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five − three =