মধ্য রাতেই বাংলা ভাষা শহীদদের স্মরণে পথে নামলো সীমান্তবর্তী শহর বসিরহাট
আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে পথে নামলেন বসিরহাটের লেখক, শিল্পী থেকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা। বসিরহাট মহকুমা ভাষা চর্যা পরিষদ ও শ্রাবস্তীর পরিচালনায় রাত বারোটার পর বসিরহাট টাউনহল থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়। পথে মিছিলে পা মেলালেন বহু বুদ্ধিজীবী, ভাষা প্রেমী থেকে বসিরহাটের অসংখ্য সাধারন মানুষ। মিছিল গোটা শহর পরিক্রমা করে বসিরহাট রবীন্দ্রভবনের পাশে সূর্যকান্ত উদ্যানে এসে উপস্থিত হয়। সেখানে ভাষা শহীদ স্মারক শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় সংগঠকদের পক্ষ থেকে।