ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিলেন রিঙ্কু সিংহ রায়।
সুবোধ অধিকারীর ও মমতা ব্যানার্জীর উন্নয়নের হাত শক্ত করতে ও উন্নয়নের সাথী হতে আজ রিঙ্কু সিংহ রায় মনোনয়ন পত্র জমা দিলেন বারাকপুর প্রশাসনিক ভবনে।আগামী ২৭ শে ফেব্রুয়ারি ১০৮ টি পুরসভার পুরো নির্বাচন। সেই পুরভোটের মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেন এদিন। সেইমতো এদিন ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থীরা ।কাঁচরাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রিঙ্কু সিংহ রায় ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মনোনয়নপত্র জমা দিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান,” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর উন্নয়নের হাত শক্ত করতে তিনি সদা প্রস্তুত। পাশাপাশি একজন কাউন্সিলরের যা যা করণীয় সাধারণ মানুষের জন্য তা তিনি করবেন সাধারণ সাহায্য করতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে মূলত তারই প্রার্থী হয়ে দাঁড়ানো।