মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।একুশের নির্বাচনে পাখির চোখ ছিল নন্দীগ্রাম। দুই হেভিওয়েটের কট্টর লড়াই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী। ৬ মাসের মধ্যে কোন একটি কেন্দ্র থেকে জিতে আসতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। না হলে একটি সাংবিধানিক জটিলতা তৈরি হবে। সেক্ষেত্রে ‘ঘরের মেয়ে’ তাঁর ‘ঘর’ থেকেই লড়ার সিদ্ধান্ত নেন। সেদিক থেকে বিচার করলে, এবারের উপনির্বাচনের এপিসেন্টার হল ভবানীপুর। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।