মন্ত্রীর হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেললেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।
বেশ কয়েকদিন ধরেই পেগাসাস কেলেঙ্কারি বিতর্কে উত্তাল লোকসভা ও রাজ্যসভা।আড়িপাতার অভিযোগ সহ একাধিক ইস্যুতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা।এমনকি ২১ শে জুলাই ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় পেগাসাস কেলেঙ্কারি নিয়ে প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বৃহস্পতিবারও নবান্নে সাংবাদিক বৈঠক করে পেগাসাস কেলেঙ্কারি নিয়ে মমতার নিশানায় ছিল কেন্দ্র। এদিন রাজ্যসভার অধিবেশন চলাকালীন মন্ত্রীর হাত থেকে কাগজ নিয়ে ছিঁড়ে ফেলে দিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।সেই ঘটনার জেরে শান্তনু সেনের বিরুদ্ধে সাসপেন্ডের দাবি আনতে পারে কেন্দ্র।এমনকি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে সেই আবেদন জানানো হবে।পাশাপাশি তাঁর বিরুদ্ধে আনা হতে পারে স্বাধিকার ভঙ্গের প্রস্তাবও।কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণের প্রতি তৃণমূল সাংসদের এহেন আচরণ আশা করেনি বলে দাবি কেন্দ্রের। আড়িপাতা বিতর্ক নিয়ে প্রশ্নের জবাব দিতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।সঙ্গে সঙ্গে বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখান।এরপর মন্ত্রী বক্তব্য শুরু করতেই তাঁর হাত থেকে কাগজ টেনে নিয়ে ছিঁড়ে উড়িয়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।