ঘটনাটি দক্ষিণ কোরিয়ার গিয়েনসাং প্রদেশের একটি মন্দিরের। ১৯৯৭ সালে যখন দক্ষিণ কোরিয়ার অধিবাসীরা অর্থনৈতিক দুরবস্থার কারণে জর্জরিত, তখন মন্দিরের অনুদান পাত্র থেকে চুরি করেছিলেন তরুণ। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, চিঠি লিখে সেই ঘটনার বিবরণ দেন তিনি। চিঠিতে নামোল্লেখ না করে তরুণ লেখেন, ‘‘১৯৯৭ সালের ঘটনা। আমার বয়স তখন খুব কম। মন্দিরের অনুদান পাত্র থেকে ১৮০০ টাকা চুরি করেছিলাম আমি। তার পরের দিন আবার চুরি করতে গিয়েছিলাম। সেই সময় এক সন্ন্যাসী আমায় হাতেনাতে ধরে ফেলেন। কিন্তু তিনি আমায় কোনও শাস্তি দেননি। বরং আমার কাঁধে হাত রেখে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে আমার অন্যের কোনও জিনিস দেখে নেওয়ার বাসনা জাগেনি।’’ তরুণ আরও জানান, তিনি এক সন্তানের পিতা। সন্তানের কাছে আদর্শ পিতা হয়ে ওঠার ইচ্ছা রয়েছে তাঁর। সে কারণেই পুরনো ভুলের প্রায়শ্চিত্ত করছেন তিনি। চিঠির সঙ্গে এক লক্ষ ২৫ হাজার টাকাও মন্দির কর্তৃপক্ষকে পাঠান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =