মমতা ব্যানার্জিকে এবার চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
চিঠিতে আর্জি জানালেন, অবিলম্বে মন্ত্রিত্ব থেকে সরানো হোক পার্থ চ্যাটার্জিকে। গত শনিবার থেকেই রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রে রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা এবং পার্থ চ্যাটার্জির গ্রেপ্তারি।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে গত শুক্রবার পার্থ চ্যাটার্জির বাড়িতে হানা দেয় ইডি, ২৭ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার করা হয় রাজ্যের মন্ত্রীকে। তৃণমূল কংগ্রেস শনিবারই পার্থর গ্রেপ্তারির ইস্যুতে নিজেদের অবস্থান জানিয়েছিল। সোমবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাফ বলেছেন,কেউ দোষী হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হলেও তিনি কিছু বলবেন না।
রাজনৈতিক মহলের মতে,পার্থ ইস্যুতে মমতার ওপর এবার চাপ তৈরি করতে চাইছেন বিরোধীরা। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী থেকে বাম নেতা সুজন-সেলিম ইতিমধ্যে সুর চড়িয়েছেন। এবার পার্থর মন্ত্রিত্ব খারিজের দাবিতে মমতা ব্যানার্জিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
চিঠিতে তিনি লিখেছেন,রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সময় রাজ্যের শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চ্যাটার্জি।আদালতের নির্দেশে এখন সেই মামলার তদন্ত চলছে। অন্যদিকে এখনও পার্থ চ্যাটার্জি রাজ্যের শিল্পমন্ত্রী। সেই পদ থেকে অবিলম্বে পার্থকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন অধীর।