ময়নাগুড়িতে ব্যবসায়ীর বাড়িতে চুরি
বুধবার মধ্যরাতে ময়নাগুড়ির ব্যবসায়ী রমেন রায়ের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পরিবারের সদস্যদের অনুমান তাদের রান্নাঘরের লবণে চোরেরা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল । সেই লবণ দিয়ে রান্না করা খাবার খাওয়ার পরই পরিবারের সকল সদস্য সন্ধ্যার মধ্যে গভীর ঘুমে আছন্ন হয়ে পড়েন । সেই সুযোগে গভীর রাতে ঘরের বেড়া ভেঙে ঘরে ঢুকে লুটপাট চালায় বলে জানা গেছে। পরিবারের সদস্যরা জানিয়েছে,আলমারি ভেঙে নগদ প্রায় পঞ্চাশ হাজার টাকা সহ প্রায় দেড় লক্ষ টাকার সোনার গহনা খোয়া গিয়েছে । বৃহস্পতিবার বাড়ির মালিক ময়নাগুড়ি থানায় লিখিত চুরির অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
