ময়নায় অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার
ময়না থানার খিদিরপুর গ্রামে সরলা ইটভাটার সামনে থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় সকালে। পরে ময়না থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। এখনো এই ব্যক্তির পরিচয় জানা যায়নি। পুলিশ সুত্রে জানা যায় এই ব্যক্তির কাছথেকে একটি ভোটার পরিচয় পত্র পাওয়া গিয়েছে। ব্যক্তির নাম মহাদেব কালি । বাড়ি ভগবানপুর থানার খিরাই এলাকায়। গতকাল ময়না বাকচা এলাকায় কীর্তন গান করতে এসেছিল এই ব্যক্তি। তবে কি কারনে এই ঘটনা জানাযায়নি। খুন না আত্মহত্যা তদন্তে পুলিশ।