মর্মান্তিক পথ দুর্ঘটনা শিকার ৩ যুবক ১ যুবতী।
লাভপুর সিউড়ী রোড আহমেদপুর চৌমথা মোড় এলাকাতে বিয়ে বাড়ি যাওয়ার সময় ট্রাক্টর উল্টে ঘটে বিপত্তি। আর এই দুর্ঘটনার জেরে আহত হয়েছে তিন যুবক ও ১ যুবতী। তাদেরকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতলে নিয়ে আসা হয় আহতদের।চিকিৎসকদের তরফে ২ যুবককে বর্ধমান মেডিকেল কলেজ রেফার করা হয়।বাকি ১ যুবক ও আর এক যুবতী বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।এক বাইক আরোহী কানু সোরেন জানান যে,রাতের দিকে বাড়ি যাওয়ার পথে দেখি একটি ট্রাক্টর উল্টে আছে। তাতে বেশ কয়েক জন যাত্রী চিৎকার করছেন। আশেপাশের অনান্য স্থানীয়দের ডেকে তাদের উদ্ধার করি।