মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত বাঁকুড়া ও বীরভূমের পরিযায়ী শ্রমিক।
দুর্ঘটনায় মৃত পুরুলিয়া ও বাঁকুড়া মিলে মোট ৪ জন পরিযায়ী শ্রমিক।জানা যায়, তারা বিশাখাপত্তনমে রং মিস্ত্রির কাজ করতেন।গত শুক্রবার একটি পিকআপ ভ্যানে করে ৩২ জনের একটি শ্রমিকের দল ঝাড়খণ্ডের টাটানগর জংশনের উদ্দেশ্যে রওনা দেন। সেখান থেকে ট্রেন ধরে তাদের বিশাখাপত্তনমের যাওয়ার কথা ছিল।কিন্তু পশ্চিমবঙ্গের পুরুলিয়া পেরিয়ে ঝাড়খন্ড রাজ্যে প্রবেশ করার পরই পটমদার ঠঙঠঙি এলাকায় তাদের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরেই উল্টে যায়। স্থানীয় পটমদা থানার পুলিশ তাদের উদ্ধার করে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।অন্য একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাটা মেইন হসপিটালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা। পরে রাত্রি দুটোর সময় ১জনের মৃত্যু হয়। এ ঘটনায় মৃতদের নাম বরাবাজার থানার অন্তর্গত সিন্ধরি গ্রামের নির্মল মাহাতো (৩২),দূর্যোধন মাহাতো (২৩), লাকা গ্রামের চারু মাহাতো (২৫ ) ও অন্য এক মৃত ব্যক্তির নাম পরিচয় অস্পষ্ট থাকলেও তিনি বাঁকুড়া জেলার খাতড়া এলাকার বাসিন্দা বলে জানা যাচ্ছে শ্রমিকদের সাথে কথা বলে। ঘটনার খবর পাওয়ার পর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।