সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে।
পুলিশ সূত্রে খবর, কালীপুজোর সন্ধ্যায় একটি সুইফ্ট ডিজায়ার গাড়ি করে কাঁথি মাজনা থেকে সৈকত নগরী দিঘার উদ্দেশ্যে রওনা দেয় চারজন যাত্রী। যাত্রাপথে দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে রামনগর থানার বালিসাই এলাকার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি গাছে সজোরে ধাক্কা মারে। তারপর নয়নজুলিতে নেমে যায় সেই চারচাকা গাড়ি। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর রামনগর থানার পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ এসে দ্রুত আহত ব্যক্তিকে উদ্ধার করে কাঁথি হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতরা হলেন কাঞ্চন সাহু (৪০), সৌরেন প্রধান (৩৪) এবং গৌতম দাস (২৪) এবং গাড়ির চালক রঞ্জন দেব (৪০) গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। এরা প্রত্যেকেই কাঁথি থানার মাজনা এলাকার বাসিন্দা। খবর পেয়ে কাঁথি হাসপাতালে উপস্থিত হন মৃত ও আহতদের আত্মীয় ও পরিজনেরা। কান্নায় ভেঙে পড়েন তারা।
রামনগর থানার ওসি সৌরভ চিননা জানান, গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে থাকায় এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। বর্তমানে তাঁদের দেহ কাঁথি হাসপাতালে রয়েছে। আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 3 =