মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু সি.আই.ডি আধিকারিকের
২নং জাতীয় সড়কে মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু সি.আই.ডি আধিকারিকের।পথ দুর্ঘটনায় মৃত্যু সি.আই.ডি (ডি.এস.পি) সহ একজন সিভিকের। আহত গাড়ির ড্রাইভার।ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর থানার আঝাপুর জাতীয় সড়কে।মঙ্গলবার বেলায় অফিসের বিশেষ কাজে গাড়ি করে কলকাতায় যাচ্ছিলেন সি.আই.ডি আধিকারিক প্রশান্ত নন্দী।জামালপুরের আঝাপুরের কাছে হঠাৎই একটি কন্টেনার চলে আসায় পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই কন্টেনারে ধাক্কা মারে।এই ঘটনায় গাড়িতে থাকা সি.আই.ডি(ডি.এস.পি) প্রশান্ত নন্দী, সিভিক ভলেন্টিয়ার সন্তোষ সরকার ও গাড়ির ড্রাইভার শুভঙ্কর মাঝী গুরুতর আহত হন।দূর্ঘটনার খবর পেয়ে জামালপুর থানার পুলিশ আহতদের নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের অনাময় বিভাগে নিয়ে আসে চিকিৎসার জন্য।অনাময় হাসপাতালের চিকিৎসকেরা ডি.এস.পি সহ সিভিক ভলেন্টিয়ারকে মৃত বলে ঘোষণা করে এবং গাড়ির ড্রাইভারের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এই খবর পাওয়া মাত্র অনাময় হাসপাতালে আসেন জেলা পুলিশ সুপার কামনাশিষ সেন সহ অন্যান্য আধিকারিকরা।
সি.আই.ডি(DSP) প্রশান্ত নন্দী(৫৬)কর্মরত ছিলেন পশ্চিম বর্ধমানের অন্ডালে।এছাড়া তিনি পূর্ব বর্ধমানের অতিরিক্ত দায়িত্বে ছিলেন। অনাময় সুপার স্পেশালিষ্ট হাসপাতালে আসেন সি.আই.ডি উচ্চ আধিকারিক সহ জেলা পুলিশের আধিকারিকরা।এই মুহুর্তে মৃতদেহ গুলি নিয়ে যাওয়া হয় পুলিশ মর্গে।হাজির মৃতদের পরিবারের সদস্যরা।